জন্ম নিবন্ধনের মতই মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। লাঙ্গলঝাড়া ইউনিয়নের কোন নাগরিকের মৃত্যু হলে সাথে সাথে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে গ্রাম পুলিশের সহায়তা নিতে পারেন। কয়লা ইউনিয়নে মৃত্যু নিবন্ধনের কাজ অনলাইনে চলছে। হাতে লেখা কোন মৃত্যু সনদ এখন বিতরণ করা হয় না। মৃত্যু নিবন্ধণের ক্ষেত্রে সময় , তারিখ ও মৃত্যুর কারণ খুবই গুরুত্বপূর্ণ। এ কারনে একাধিকবার মৃত্যু নিবন্ধন সনদ পরিবর্তন সম্ভব নয়। নিজে সচেতন হন। অন্যকে সচেতন করুন। মৃত্যু নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্যে নিবন্ধন ফরম সংগ্রহ করুন। সঠিক ভাবে সকল তথ্য পূরণ করে আপনার ওয়ার্ডের ইউপি মেম্বার কাছে যাবেন। তিনি তার নির্ধারিত স্থানে স্বাক্ষর করে প্রত্যয়ণ করে দিবেন। এরপর তা ইউপি সচিবের কাছে জমা দিন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস